গাজা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নিচ্ছে মিশর
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আরব দেশগুলোর অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ি, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিৃবতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনে সর্বোচ্চ পর্যায়ে মিশর আরব দেশগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনও সম্মেলনের অনুরোধ জানায় মিশরকে। যাতে ফিলিস্তিনি সংকটের সর্বশেষ গুরুতর পরিস্থিতি মোকাবিলা করা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, মিশর এই বিষয়ে বাহরাইনের সঙ্গেও সমন্বয় করেছে, যেটি বর্তমানে আরব লীগের সভাপতির দায়িত্ব পালন করছে।
এদিকে, গেলো শুক্রবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি আঞ্চলিক অংশীদারদের মধ্যে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার উপায় নিয়ে ওই আলোচনা হয়।
প্রসঙ্গত, গেলো সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। শুধু তাই নয়, গাজার ভূমি থেকে ফিলিস্তিনিদের অন্যত্র বিশেষ করে মিশর ও জর্ডানে পুনর্বাসনের পর গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আরব দেশগুলো এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বরং ট্রাম্পের ওই প্রসস্তাবের বিপরীতে এসব দেশ দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিচ্ছে, যেখানে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের পাশে সহাবস্থান করবে।
এমআর//