'পাকিস্তানের ফাইনালে যাওয়া উচিত', ভারতের সাবেক কোচের মন্তব্য
চ্যাম্পিয়নস ট্রফির সময় ঘনিয়ে আসছে। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। পাকিস্তানে আয়োজিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। এছাড়াও হাইব্রিড মডেলে হতে যাওয়া এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাত নিরপেক্ষ ভেন্যুর দায়িত্ব পালন করবে।
এই টুর্নামেন্টে পাকিস্তানের সম্ভাবনা বড় করে দেখা হচ্ছে। সবশেষ ২০১৭ সালের আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন দল তারা।
সম্প্রতি আইসিসি রিভিউ পডকাস্টে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী সেখানে পাকিস্তানের সম্ভাবনার কথা বলতে গিয়ে বলেন, ‘আমার মনে হয় পাকিস্তানের সেরকম দল আছে। তারা শেষ ৬ বা ৮ মাসে নিজেদের যেভাবে প্রকাশ করেছে সাদা বলের ক্রিকেটে- খুব শক্তিশালী পারফর্ম করছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সফরে।‘
সাইম আইয়ুব চোটের কারণে খেলতে পারবেন না পাকিস্তানের হয়ে। রবি শাস্ত্রী বলেন, ‘তারা সাইম আইয়ুবকে টপ অর্ডারে মিস করবে, সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে ভয়ংকর হওয়ার জন্য পাকিস্তানের দলে ডেপথ আছে, বিশেষ করে ঘরের মাটিতে। আমি বলবো, তাদের সেমিফাইনালে যাওয়া উচিত। এবং সেখান থেকে এটা যে কারও খেলা হতে পারে।‘
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর।
এমএইচ//