বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সিরাজগঞ্জে আবারও পদবঞ্চিত শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিত শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করেছেন। তারা নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে এ অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে তাদের অবরোধের কারণে ঢাকাসহ ১৬ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।
শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সিরাজগঞ্জের কমিটি ভুয়া ভুয়া, ভুয়া কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। আমরা ঘটনাস্থলে আছি।
অবরোধকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নিবে- ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন।
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) পদবঞ্চিত এই শিক্ষার্থীরা একই কারণে মহাসড়ক অবরোধ করেন।
এমএইচ//