শনিবারের মধ্যে ইসরাইলি জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে বন্দি থাকা সকল জিম্মিকে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) এর মধ্যে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হয়, তাহলে ওইদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস অভিযোগ করেছে যে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর জেরে তারা পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে হামাস এ সিদ্ধান্ত জানায়। এর পরই বিষয়টি নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামাসের এ সিদ্ধান্তকে "ভয়ানক" বলে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরাইলের হাতেই থাকা উচিত।
তিনি বলেন, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সকল জিম্মিকে মুক্তি না দেয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজা দখল নিয়ে যদি মিশর ও জর্ডান আপত্তি তোলে, তাহলে তাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দেয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, যদি তারা আমার প্রস্তাবে সম্মতি না দেয়, তবে তাদের জন্য বরাদ্দ সহায়তা স্থগিত থাকবে।
এসি//