আর্কাইভ থেকে জাতীয়

মহান স্বাধীনতা দিবসে গুগলে ডুডল

আজ মহান স্বাদীনতা দিবস।এই দিবসকে সামনে রেখে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল।

শুক্রবার রাত ১২টার পর থেকেই ডুডলটি চালু করেছে গুগল।  

কোন কিছু খুজতে গেলেই গুগলে ঢুকলেই চোখে পরবে বাংলাদেশের পতাকার লাল সবুজের সংমিশ্রনের ডুডল।  

এই দৃষ্টিনন্দন ডুডলে কার্সর ধরলেই উঠছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১। বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো দিন এমনকি আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে বাটন চাপলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ নিয়ে ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। এর প্রেক্ষিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে চোখ জুরানো ডুডল নিয়ে এলো এ সার্চ ইঞ্জিন।

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন