বাফুফের নতুন কিট স্পনসর 'দৌড়'

প্রথমবারের মতো কিট স্পনসর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলে কিট সরবরাহ করবে ‘দৌড়’ নামে একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে ‘দৌড়’ এর। যেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাফুফের অন্যান্য কর্মকর্তা ও ‘দৌড়’ এর সঙ্গে সংশ্লিষ্টরা।
বাফুফে আর্থিকভাবে খুব বেশি লাভবান হবে, এমন সুযোগ তেমন নেই। এই দুই বছরে ফুটবলারদের মূল জার্সি, অনুশীলন জার্সি, ট্রাউজার, বুট ও আনুষাঙ্গিক সবকিছু সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এছাড়াও অনলাইনে যে পণ্যগুলো বিক্রি হবে, সেখানের লভ্যাংশ থেকে অর্থ পাবে বাফুফে।
বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিম জানিয়েছেন, ‘গত বছর বিভিন্ন জাতীয় দলের জন্য প্রায় কোটি টাকার ক্রীড়া সামগ্রী কিনতে হয়েছে। চলতি বছর খেলার সংখ্যা বাড়ছে বলে এ খাতে খরচও স্বাভাবিকভাবে বাড়বে। এই অর্থ আমাদের ব্যয় করা লাগবে না। বরং বাণিজ্যিকভাবে এই কিটগুলো বিক্রি থেকেও একটা লভ্যাংশ পাবে বাফুফে।‘
দৌড়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবিদ আলম চৌধুরী জাতীয় দলের জার্সি প্রসঙ্গে বলেন, 'জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভুত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।'
এমএইচ//