বিনোদন

মালাইকার নাম শুনেই অর্জুনের চোখ-মুখে বিরক্তি, অবাক ভক্তরা

অর্জুন-মালাইকার সম্পর্ক ভাঙার জল্পনা অনেকদিনের। তবে তাদের নিয়ে আলোচনায় কোনও কমতি নেই। সম্প্রতি, একটি সিনেমার প্রমোশনে অর্জুন কাপুর, ভূমি পেডনেকার এবং রকুল প্রীত সিংকে একসঙ্গে দেখা যায়। যেখানে ভিড়ের মধ্যে থেকে হঠাৎই ভেসে আসে ‘মালাইকার’ নাম ধরে ডাক। এমন অদ্ভুত ঘটনায় অবাক মঞ্চে উপস্থিত তারকারাও। এমন দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া অর্জুনের?

সম্প্রতি মুম্বাইয়ে তার নতুন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানে অভিনেতাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক অনুরাগী মালাইকার নাম ধরে চিৎকার করেন। নামটা শুনে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান অর্জুন। তারপর রকুল প্রীতও অর্জুনের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। অর্জুন নিজেকে সামলে নেন। ওই অনুরাগীকে কোনও পাল্টা উত্তর দেননি। তবে তিনি তার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে ছিলেন। ঘটনার পরেই বেজায় চটেছেন অভিনেতা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই একাংশের দাবি, অর্জুন সঠিক পদক্ষেপ করেছেন। এক অনুরাগী লেখেন, ‘অর্জুনের দৃষ্টি দেখে মনে হয় ওই ব্যক্তি ভয় পেয়ে গিয়েছিলেন!’

মালাইকা ও অর্জুন ২০১৮ সালে ডেটিং শুরু করেছিলেন। যদিও, তারা কখনওই সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেখে সকলেই বুঝতে পারতেন তাদের মধ্যে সম্পর্ক কতটা গভীর। প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতেন এবং একে অপরের জন্মদিনও পালন করতেন। তাদের প্রেমের বেশ কিছু ঝলক সবসময়ই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে, কিছু দিন আগে একটি অনুষ্ঠানে অর্জুন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার এখন একদম সিঙ্গল জীবন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhavesh Rawat (@travellingwithbhavesh)

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন