গাজায় ইসরাইলি জিম্মি নিয়ে নতুন ঘোষণা হামাস মুখপাত্রের

নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নে ‘প্রতিশ্রুতিবদ্ধ হামাস। তবে শনিবার সব জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে না। এমনটি জানিয়েছেন সংগঠনটির সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি।
বুধবার(১২ ফ্রেবুয়ারি) সন্ধ্যায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আবু জুহরি বলেন, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না।
হামাস মুখপাত্রের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ সতর্ক করে বলেছেন, হামাস শনিবারের মধ্যে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি না দিল পরিস্থিতি মারাত্মক খারাপ হবে।
এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যতদূর আমার মনে হয়, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলব, এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক।’
ওইদিন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই। আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই।
এমআর//