খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশ্বের সেরা আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এছাড়া ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার দলের সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুবাইয়ে জাতীয় দলের অনুশীলনে সহায়তার জন্য দুই পেসার হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের পর দেশে ফিরবেন হাসান ও খালেদ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন