বিনোদন

জেলে বসেই জ্যাকলিনকে জেট উড়োজাহাজ উপহার সুকেশের!

সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়’, হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য থানা-পুলিশ, আদালত অবধি করতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকলিন! তবুও ওই গানের কথা ধার করে নিয়েই সুকেশ-জ্যাকলিনের জন্য বলতে হয়, ‘প্রেম যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না।’ এবারের ভালোদিবসে সুকেশ চন্দ্রশেখর যা করলেন, তাতে তাজ্জব হতে হয়!

ভালোবাসার মানুষকে ভালোদিবসে কেউ দিচ্ছেন সোনার নেকলেস, কেউ আবার একগুচ্ছ গোলাপ। তবে প্রেম দিবসে উপহার হিসেবে প্রাইভেট জেট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এমনই একজন ভাগ্যবতী হলেন জ্যাকলিন ফার্নান্দেজ, যিনি ভালোবাসার দিনে উপহার হিসেবে পেয়েছেন একটি আস্ত্র প্রাইভেট জেট। সঙ্গে তার ‘বেবি গার্ল’-এর জন্য রোম্যান্টিক চিঠি।

বছর খানেক ধরে জেলে থাকলেও জ্যাকলিন ফার্নান্ডেজের প্রতি তার প্রেমে কোনও ভাঁটা পড়েনি। সেখান থেকেই প্রেয়সীর জন্য কখনও বহুমূল্য উপহার আবার কখনও বা প্রেমমাখা চিঠিপত্র পাঠিয়েছেন। এবারে ভ্যালেন্টাইনস ডে-তেও তার অন্যথা হয়নি।

চিঠিতে সুকেশ আরও লিখেছেন, বেবি আমি আবার তোমাকে বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন, তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। তুমি জানো ভালোবাসা দিবস আমাদের জন্য কতটা বিশেষ? এই ভালোবাসা দিবসেই আমাদের সম্পর্ক শুরু হয়েছিল, এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে সারা জীবন।

সুকেশ আরও লেখেন, এই ভ্যালেন্টাইন ডে যেহেতু আমাদের কাছে স্পেশাল তাই আমি তোমাকে অবাক করে দিতে চাই। তোমাকে একটি প্রাইভেট জেট উপহার দিতে চাই যা শুধুমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে। JF অক্ষর দিয়ে প্রাইভেট জেটটি কাস্টমাইজ করা হয়েছে। তোমার জন্ম তারিখ এবং মাস দিয়ে রাখা হয়েছে নিবন্ধন নম্বর।

তবে এই প্রথমবার নয়, গতবছর বড়দিনে জ্যাকলিনকে একটি আঙুর বাগান উপহার দিয়েছিলেন সুকেশ। বড়দিনের প্রাক্কালে অভিনেত্রী কে একটি চিঠি পাঠিয়েছিলেন সুকেশ যেখানে তিনি লিখেছিলেন, উৎসবে তোমার থেকে দূরে থাকতেই আমার বড্ড বিরক্ত লাগে। যতই তোমাকে কাছে না পাই, তোমার সান্তা হতে আমাকে কেউ আটকাতে পারবে না। আজ এই বড়দিনে এক বোতল ওয়াইন নয়, ফ্রান্সের ১০৭ বছরের একটি পুরনো আঙুর বাগিচা রইল শুধু মাত্র তোমার জন্য।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন