আন্তর্জাতিক

কুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ১০ পুণ্যার্থী নিহত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় অংশ নিতে যাওয়ার সময় তীর্থযাত্রীবাহী একটি বোলেরোর সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ১৯ জন।

শনিবার ১৫ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল সঙ্গমে স্নান করতে যাওয়া তীর্থযাত্রীবাহী গাড়িটি মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা ওই বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

গেলো ১১ ফেব্রুয়ারি মহাকুম্ভ মেলায় আসার সময় মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাত পূণ্যার্থী মারা যান।  এ দুর্ঘটনায় আহত হন আরো দুজন।  

এর আগে, গেলো ২৯ জানুয়ারি পদদলিত হয়ে মহাকুম্ভে অন্তত ৪০ জনের মৃত্য ঘটে।

প্রসঙ্গত, মহাকুম্ভমেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা ১৪৪ বছরে একবার পালিত হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি শুরু হয়েছে এই মহাকুম্ভু মেলা, যা আসছে২৬ ফেব্রুয়ারি শেষ হবে

এমআর//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন