শিগগিরই পৃথিবীতে ফিরছেন আট মাস মহাকাশে আটকে থাকা দুই নভোচারী

অবশেষে দীর্ঘ আট মাস পর পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকে থাকা নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার ক্রু সঙ্গী বাচ উইলমোর।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে আসছে মার্চে ফিরে আসার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেছেন।
গেলো শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, সুনীতা উইলিয়ামস বাচ উইলমোর জানান, আসছে ১২ মার্চ ক্রু-১০ মিশন ড্রাগন স্পেসক্রাফটে পৃথিবী থেকে মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং এক সপ্তাহ পর ১৯ মার্চ সেটিতে করে সুনীতা এবং উইলমোর পৃথিবীতে আসবেন।
গেলো ৫ জুন সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর বোয়িং স্টারলাইনারের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান, তবে স্পেসক্রাফটের প্রযুক্তিগত সমস্যার কারণে তারা সেখানে আটকা পড়েন।
এমআর//