ফুটবল

বেতন নিয়ে ভিনি-এমবাপ্পে-বেলিংহামের লড়াই

রিয়াল মাদ্রিদে সবচেয়ে বেশি বেতন পান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র চান তিনি সবচেয়ে বেশি বেতন পাবেন। আবার ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামও মনে করছেন এমবাপ্পে-ভিনির চেয়ে তিনিই বেশি বেতনের যোগ্য।

রিয়াল মাদ্রিদের সব চেয়ে বড় এই তিন তারকা সর্বোচ্চ বেতনধারী হবার জন্য একরকম লড়াইয়েই জড়িয়ে পড়েছেন।  

ভিনিকে কিনতে ১০০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগ। আর তাই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।

ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, ভিনিসিয়াস এমন একটি চুক্তি চান যার মাধ্যমে তিনি এমবাপ্পে ও বেলিংহামের চেয়ে বেশি বেতনধারী হবেন।  বর্তমানে তিনি বছরে আনুমানিক ১ কোটি ইউরোর মতো বেতন পেয়ে থাকেন। সঙ্গে কিছু অ্যাড অন আছে।

ভিনির চুক্তি নবায়ন দেখে জুড বেলিংহামের প্রতিনিধিদল রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে পারিশ্রমিক নিয়ে আলোচনার জন্য যোগাযোগ শুরু করেছে।  তিনি বর্তমানে বছরে ৮০ লাখ থেকে ১ কোটি ইউরোর মতো পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে গত দেড় বছরে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্স বিচারে নিজেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার দাবিদার মনে করছেন জুড।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন