বিনোদন

বাবা হচ্ছেন পরমব্রত, সুখবর জানালেন স্ত্রী পিয়া

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী ছবি: সংগৃহীত

বাবা হতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিশ্বভালবাসা দিবসের পরেই দিন শুনবার সকালে এখবর দিলেন অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তী।

টলিউড অভিনেতার স্ত্রী নিজেই জানিয়ে দিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি।  এমন খবরে আনন্দে আত্মহারা পরমব্রতের ভক্ত-অনুরাগীরা।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নিজের সোশ্যাল হ্যান্ডল ফেসবুকে পিয়া ইংরেজিতে লেখেন যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘ভ্যালেনটাইন্স পার্টিতে একটু দেরি হয়ে গেল। আমরা ব্যস্ত ছিলাম’। একসঙ্গে নিজেদের একটি ছবিও শেয়ার করেন পিয়া।  শেয়ার করেন পোষ্যদের ছবিও। কী নিয়ে ব্যস্ত ছিলেন তা জানিয়ে পিয়া লেখেন, ‘এই হলাম আমরা। আমাদের জ্যেষ্ঠ (সন্তান) নিনা। গতবছর বাঘা এসেছে। আমাদের ভালবাসার বুদবুদ আরও বড় হচ্ছে: শীঘ্রই এক মানুষের আগমন ঘটছে’।  #২০২৫#বেবিকামিংসুন।

২০১৫ সালের ৬ ডিসেম্বর শিল্পী অনুপম রায়ের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছিলেন  সমাজকর্মী পিয়া চক্রবর্তী। তবে ওই বিয়ে টিকেছিল প্রায় ছয় বছর।  ২০২১ সালের ১১ নভেম্বর  পিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তারকা সঙ্গীতশিল্পী অনুপম রায়। ওইদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন তৎকালীন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পথচলায় ইতি টানছেন। এরপর, এই ঘটনার ঠিক বছর দুয়েকের মাথায় ২০২৪ সালের ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।

অন্যদিকে, টলিউডের এক সময়ে কাঙ্খিত ব্যাচেলর পরমব্রতের জীবনে প্রেম এসেছে বারবার। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই প্রেম নিয়ে বেশ খোলামেলা ছিলেন এই অভিনেতা। সিঙ্গেল মাদার স্বস্তিকার সঙ্গে তার প্রেমের খবর কম আলোচনার সৃষ্টি করেনি।

এরপর ২০১০ সালে সেই সম্পর্ক ভাঙনের পর টলিপাড়ার বেশকিছু নায়িকার সঙ্গে নাম জড়ালেও সেসব নিয়ে একদম সিরিয়াস ছিলেন না নায়ক। রাইমা সেনের সঙ্গে অনস্ক্রিনে পরমব্রতর কেমিস্ট্রি বারবার চোখে পড়েছে দর্শকদের।

পর্দার বাইরে অফ-স্ক্রিনেও নাকি একটা সময় জমে উঠেছিল তাদের রসায়ন। কিন্তু বেশিদূর গড়ায়নি সেই সম্পর্ক।

নায়িকাদের সঙ্গে নাম জড়ানোর পর  পরমব্রতর জীবনে আসেন ইকা শাউট নামে এক ডাচ চিকিৎসক।বিদেশে সিনেমা নিয়ে পড়াশোনা করতে গিয়ে  ইকার সঙ্গে আলাপসূত্রেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পরমব্রতর। 

 

দীর্ঘসময় লং ডিসট্যান্ট রিসেপশনশিপে ছিলেন তারা। পরে প্রেমের টানে কলকাতায় চলে এসে পরমব্রতের সঙ্গে লিভ ইনে থাকতে শুরু করেন। কোভিডের সময়ই পরমব্রতকে ছেড়ে নেদারল্যান্ডে ফেরেন ইকা। এই প্রেম কেন ভাঙল তা সবার অজানা।

ইকা চলে যাওয়ার পর বন্ধু অনুপমের স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতের বন্ধুত্বের। সেই বন্ধুত্ব একসময় ঘনিষ্ঠতায় রূপ নেয়। ভেঙে যায় অনুপমের সংসার। এর দুই বছর পরেই পিয়াকে ঘরে তুলে ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তকমা ঝেড়ে ফেলেন পরমব্রত।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন