জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: গেলো ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭

আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৭ জন গ্রেপ্তার হয়েছে।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গেলো একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মিলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর গেলো শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করে যৌথ বাহিনী।

ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অপারেশন ডেভিল হান্ট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  গেলো রোববার জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টএ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন