নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়িতে নিহত ১৮, শোক প্রকাশ মোদির
ভারতের মহাকুম্ভমেলায় যাওয়ার পথে নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সরকারি তথ্যের বরাতে জানিয়েছে, মহাকুম্ভমেলায় যাওয়া ট্রেন দেরি করায় নয়াদিল্লি রেলস্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় পদদলিত হয়ে ১৫ জন ঘটনাস্থলেই মারা যান। অতিরিক্ত ভিড়ে অনেক যাত্রী অজ্ঞান হয়ে পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর জরুরি নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন শিশু ও ১১ জন নারী রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভমেলায় যোগ দিতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় রাত ৮টার দিকে নয়াদিল্লি রেলস্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ট্রেন আসতে দেরি হওয়ায় যাত্রীরা একসঙ্গে প্ল্যাটফর্মে ভিড় জমাতে থাকেন। একপর্যায়ে ট্রেনে ওঠার হুড়োহুড়ির মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, এতে অনেকেই পড়ে গিয়ে পদদলিত হন।
দিল্লি পুলিশের রেলওয়ে ইউনিট ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।’
ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলস্টেশনে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রেলমন্ত্রী এক্সে পোস্ট করে বলেন, ‘নয়াদিল্লি রেলস্টেশনে (NDLS) পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি পুলিশ ও আরপিএফ (রেলওয়ে পুলিশ ফোর্স) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে।’
উল্লেখ্য, মহাকুম্ভমেলা গেলো ১৩ জানুয়ারি শুরু হয়েছে এবং এটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এসি//