ধর্ম

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাত সা’দ পন্থিদের  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি)। বেলা ১২টায় মোনাজাত শুরু করেছেন মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে ইউসুফ বিন সা’দ।

দ্বিতীয় পর্বের শেষ দিনের কার্যক্রম ফজরের নামাজের পর ভারতের মোরসালিনের বয়ানের মাধ্যমে শুরু হয়েছে।  

আখেরি মোনাজাতের আগে বয়ান পেশ করেছেন মাওলানা ইউসুফ বিন সা’দ, যা বাংলায় তরজমা করেছেন মাওলানা মুনির বিন ইউসুফ।

ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়তের জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশৃঙ্খলা এড়াতে ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রসঙ্গত, সা’দ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় দেড় হাজার মুসল্লি। এখন পর্যন্ত ইজতেমার ময়দান থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন