গাজায় মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিলেন সৌদি প্রিন্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘দখল’ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি আল-ফয়সাল। এর বিপরীতে গাজা উপত্যকার জন্য মার্কিন নেতৃত্বাধীন মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন তিনি।
শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় সাবেক এই সৌদি গোয়েন্দা প্রধান ট্রাম্পের প্রস্তাবকে ‘অকার্যকর’ বলে উড়িয়ে দেন।এর পরিবর্তে ওয়াশিংটনকে গাজার পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে গাজাবাসীদের তাদের মাতৃভূমিতে থাকতে দেওয়ার অনুমতিও দিয়েছেন।
আল আরাবিয়া নিউজের হ্যাডলি গ্যাম্বলকে এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেন, ‘ গাজার জায়গাটি বিকল্পে পরিপূর্ণ। আরবের শান্তি উদ্যোগ রয়েছে। এটি একটি দারুণ বিকল্প যা ইসরাইল ও তার আরব প্রতিবেশীদের মধ্যে সংঘাতের চূড়ান্ত সমাপ্তি বিবেচনা করবে। ’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য নেওয়া মার্শাল পরিকল্পনা এবার গাজার জন্য বিবেচনা করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র পুরো মহাদেশ পুনর্নির্মাণ করেছে। জনগণ তাদের জায়গায় থেকেছে, তারা এটি নির্মাণের জন্য ইউরোপীয়দের ইউরোপ থেকে সরিয়ে নেয়নি। ’
প্রসঙ্গত, ফিলিস্তিনিদের প্রতিবেশি দেশগুলোতে স্থানান্তর করে গাজার দখল নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পরিই সৌদি প্রিন্স ও দেশটির গোয়েন্দা প্রধান এমন প্রস্তাব দিলেন।
এমআর//