ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি মার্কিন লেখিকার!

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারে সরব উপস্থিতিসহ বিরাট অঙ্কের অর্থ অনুদান দিয়ে প্রথম আলোচনায় আসেন মাস্ক।পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পরই ইলন মাস্কের ওপর যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। আর দায়িত্ব পেয়ে কয়েক দফায় কর্মী ছাঁটাই করে বারবার খবরের শিরোনাম হচ্ছেন ইলন মাস্ক।
এসব আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই উপদেষ্টাকে নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামে এক মার্কিন নারী লেখক। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার এই নারী ইলন মাস্ককে নিজের সন্তানের বাবা হিসেবে দাবি করেছেন।
স্থানীয় সময় শনিবার(১৪ ফেব্রুয়ারি) নিজের ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্ট অ্যাশলে এমনটাই দাবি করেন। ৩১ বছর বয়সি অ্যাশলে এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।
অ্যাশলে তার পোস্টে লিখেছেন, পাঁচ মাস আগে আমি একটি নতুন শিশুকে পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। ইলন মাস্ক তার বাবা। আমি আগে এটি গোপন রেখেছিলাম আমাদের সন্তানের গোপনীয়তা এবং সুরক্ষার জন্য। কিন্তু সম্প্রতি এটা স্পষ্ট হয়েছে যে, ট্যাবলয়েড মিডিয়া বিষয়টি প্রকাশ করার পরিকল্পনা করছে, যা যেকোনো ধরনের ক্ষতি করতে পারে।
ওই পোস্টে অ্যাশলে তার সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে গুরুত্বারোপ করে লিখেছেন, আমি চাই আমাদের সন্তান একটি সাধারণ এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। সে কারণে আমি মিডিয়াকে অনুরোধ করছি, আমাদের সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং অতিরিক্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং থেকে বিরত থাকতে।
ব্রিটি,শ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গেলো দুই বছরে অ্যাশলের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। ম্যানহাটনে সিটি হলের কাছে তিনি সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এমন একটি বিলাসবহুল বাড়িতে থাকছেন, যার ভাড়া প্রতি মাসে ১৫ হাজার ডলার বা ১৮ লাখ টাকা। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে অ্যাশলের এক প্রতিবেশী জানিয়েছেন, অ্যাশলের সন্তানের বাবা ইলন মাস্ক, এটি শুনে তিনি মোটেও অবাক হননি। বরং তিনি এরকম কিছুই ধারণা করছিলেন।
‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ নামে শিশুদের জন্য একটি বই লিখেছেন লেখিকা অ্যাশলে। তিনি তার রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য সামাজিক মাধ্যম ও অনলাইন জগতে বেশ পরিচিত। সাম্প্রতিক সময়ে নিজের শক্ত রাজনৈতিক অবস্থান এবং খোলামেলা বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।
এর আগে বেশ কয়েকজন নারীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রচলিত এবং তাদের সঙ্গে মাস্কের ১২টি সন্তানও রয়েছে। তারা হলেন- নেভাদা, ভিভিয়ান, গ্রিফিন, কাই, স্যাকসন, ডেমিয়ান, এক্স এই এ-১২ (X Æ A-12), স্ট্রাইডার, এক্সা, অ্যাজুর, টেকনো। সর্বশেষ অর্থাৎ ১২তম সন্তানের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া মাস্কের সম্পর্কগুলোও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম হয় তার সাবেক স্ত্রী জাস্টিন উইলসন এবং গায়িকা গ্রাইমসের সঙ্গে সম্পর্ক নিয়ে।
তাছাড়া ২০২১ সালে গোপনে নিউরালিঙ্কের নির্বাহী শিভন জিলিস যমজ সন্তানের জন্ম দেন। পরে জানা যায় এই সন্তানের জনকও ইলন মাস্ক। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ইলন মাস্ক যা বললেন: অ্যাশলের দাবির প্রতিক্রিয়ায় কোনও মন্তব্য বা বিবৃতি দেননি ইলন মাস্ক। তিনি এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘হোয়া’। সাধারণত আশ্চর্য ও মজাদার কোনও অনুভূতি প্রকাশে এ ধরনের শব্দ ব্যবহার করা হয়।
মাস্ক যে পোস্টটি শেয়ার করেছেন ওই পোস্টদাতা লিখেছেন, ‘অ্যাশলে সেন্ট ক্লেয়ার ইলন মাস্ককে ফাঁসাতে ৫ বছর সময় নিয়েছেন।’
তবে পুরো ঘটনা যদি সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলনের ১৩তম সন্তানের মা। ইলন মাস্ক একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন।
এমআর//