ধর্ষণের সংবাদ প্রকাশের জেরে মামলা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন
এক তরুণীকে চাকরির প্রলোভনে ধর্ষণের সংবাদ প্রকাশের জেরে বায়ান্ন টিভির ধামরাই প্রতিনিধি এম শাহীন আলমকে হত্যার হুমকি এবং আদালতে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদ। হত্যার হুমকি ও চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রোববার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার বাস্তা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, বায়ান্ন টিভির প্রতিনিধি ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আলম কখনও অন্যায়কে প্রশ্রয় দেন না। তিনি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। তার বিরুদ্ধে প্রতিহিংসার জেরে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।এসময় মামলা প্রত্যাহারসহ অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের দাবি জানান তারা।
ধামরাই মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, পেশাগত কারণে ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় অনেক সাংবাদিক প্রায়ই স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পড়েন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয় তাহলে ধামরাইয়ে সাংবাদিকরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।
এসময় সাংবাদিক শাহীন আলম বলেন, ভুক্তভোগি তরুণী আব্দুল হামিদ ও আব্দুল সামাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এছাড়া ওই তরুণী আইনজীবীর কাছে মামলার পরামর্শও চেয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি ওই তরুণী সাংবাদিকদের কাছে ভিডিও সাক্ষাৎকারও দেন।
ঘটনার সত্যতা জানতে তিনি যখন অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদ কে প্রশ্ন করেন তখন তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তার ওপর হামলা করেন। প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় এর জন্য শাহীন হামলার বিষয়টি প্রকাশ্যে আনতে এতদিন অনিচ্ছুক ছিলেন।
ধর্ষিতা তরুণী ও অভিযুক্ত ধর্ষকের বক্তব্য ও আইনজীবির বক্তব্য সহ বায়ান্ন টিভির অনলাইন মাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে অভিযুক্ত ধর্ষক, তার পরিবার এবং তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছেন। এছাড়া আদালতে চাঁদাবাজির মামলা করেছেন।
এসময় সাংবাদিক শাহীন আলম মামলা প্রত্যাহার ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিও জানান।
প্রসঙ্গত, মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বাস্তা গ্রামে বয়োজ্যেষ্ঠ নাগরিক মতিয়ার রহমান, বনেরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই প্রমুখ।
আই/এ