দেশজুড়ে

তেলের লরির ধাক্কায় নসিমন চালক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলের লরির ধাক্কায়  ইউসুফ আলী (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান বাড়ি গ্রামের রাজা শেখের ছেলে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার রোকনুজ্জামান বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলন করে একটি তেলের লরি বগুড়ার দিকে যাচ্ছিলো। লরিটি শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছে একটি নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক ইউসুফ আলী নিহত হয়।

পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন