খেলাধুলা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আর্জেন্টিনার পরাজয়ের দিনে চ্যাম্পিয়ন ব্রাজিল

প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের দিকেই তাকিয়ে ছিল ব্রাজিলিয়ানরা। প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে পরাজিত আর্জেন্টিনার বিপরীতে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতলো হলুদ জার্সিধারীরা। এর আগে চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের জায়গাটা পরিষ্কার রেখছিল তারা।

আর্জেন্টিনাকে মূল প্রতিপক্ষ বানিয়ে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল।

টানা দ্বিতীয়বারের মতো আর সবমিলিয়ে ১৩তমবার বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ট্রফি নিজেদের করে নিল ব্রাজিল দল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। হলুদ জার্সিধারী দলটি ম্যাচের শেষদিকে নিজেদের রাঙিয়েছে। মূলত শেষ ১৭ মিনিটেই ৩ গোল দিয়েছে তারা। ডেভিড ওয়াশিংটোন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস দলের পক্ষে গোল করেছেন।

এই ম্যাচের কিছুক্ষণ পর ওই মাঠেই খেলতে নামে আর্জেন্টিনা প্যারাগুয়ে। শিরোপা জিততে জয়ের পাশাপাশি অন্তত ৪ গোলের ব্যবধান দরকার ছিল আকাশী-নীলদের। এলেমেলো ফুটবলের প্রথমার্ধ ১-০ তে পিছিয়ে থেকে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ ব্যবধানে আলবিসেলেস্তদের পরাজয়ে।

টুর্নামেন্টে ৩ পয়েন্ট এগিয়ে থেকে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখেছে ব্রাজিল।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন