আন্তর্জাতিক

তৃতীয় দফায় ১১২ ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তৃতীয় বিমানটি ভারতের পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। এই বিমানে ১১২ জন অবৈধ অভিবাসী ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছিল। এবারের বিমানটিও মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার ছিল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবার ফেরত পাঠানো ১১২ জনের মধ্যে হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন বাসিন্দা রয়েছেন। এছাড়াও উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের একজনের নাম তালিকায় রয়েছে। আগের দুই দফায় ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে পাঞ্জাবের বাসিন্দাদের সংখ্যাই বেশি ছিল। এবারও পাঞ্জাবের বাসিন্দাদের উল্লেখযোগ্য সংখ্যা থাকলেও হরিয়ানা ও গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, কেন আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের নিয়ে আসা বিমানগুলি শুধু পাঞ্জাবেই অবতরণ করছে, দেশের রাজধানী দিল্লিতে নয়। মানের মতে, এটি একটি ‘চক্রান্ত’ এবং পাঞ্জাব ও পাঞ্জাবিদের সম্মানহানির প্রচেষ্টা।

তিনি অভিযোগ করেছেন যে, পাঞ্জাবে বিমান অবতরণ করানোর মাধ্যমে এই বার্তা দেয়ার চেষ্টা করা হচ্ছে যে, শুধু পাঞ্জাবিরাই অবৈধভাবে আমেরিকায় যান।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গেলো ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়। সেই বিমানেও পাঞ্জাব, গুজরাট ও হরিয়ানার বাসিন্দাদের সংখ্যাই বেশি ছিল। দ্বিতীয় দফায় শনিবার রাতে আসা বিমানটিতেও ১১৬ জনের মধ্যে ৬৫ জন ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এই প্রক্রিয়া অব্যাহত থাকায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে রাজ্যের প্রতি অবিচার হিসেবে দেখছেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন