খেলাধুলা

বোর্ডের নিয়মে নেই রাঁধুনি, কোহলির অভিনব খাবারের ব্যবস্থা!

'চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ব্যক্তিগত শেফ বা রাঁধুনি নিতে পারেনি ভারতীয় খেলোয়াড়রা'

ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটে এসেছে নানা পরিবর্তন। দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) ১০ টি নতুন নিয়ম জারি করে। এরমধ্যে ক্রিকেটাররা কী পারবেন এবং কী পারবেন না- সেই তালিকা দেয়া হয়।

তালিকার একটি অংশ ছিল এমন; বিদেশ সফরে খেলোয়াড়রা তাদের ব্যক্তিগত রান্নার শেফ, স্টাইলিস্ট এবং সহকারী নিয়ে ভম্রণ করতে পারবেন না। এমতাবস্থায় যারা খাবারের ব্যাপারে আলাদা নিয়ম মেনে আসছেন, তাদের খুঁজতে হবে ব্যবস্থা। ভিরাট কোহলি সেই কাজটিই করেছেন।

কোহলি সাধারণত তার ব্যক্তিগত শেফ দ্বারা রান্না করা খাবার খেয়ে থাকেন। নিয়মের কারণে নতুন ব্যবস্থা খুঁজতে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র খবর বলছে, কোহলি যখন ভেন্যুতে পৌঁছেছেন, সেখানের লোকাল টিম ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন। যে ধরনের খাবার খেয়ে থাকেন এই ভারতীয় তারকা, তাই বলা হয়েছে ম্যানেজারকে। এরপর কোহলির জন্য খাবার ডেলিভারি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, অনুশীলন সেশন শেষ হলে কিছু বক্স ছিল কোহলির সাথে। যখন অন্যরা তাদের কিট ব্যাগ গুছিয়ে নিচ্ছেন- কোহলি তার ব্যাগে কিছু জায়গা রেখেছেন খাবারের বক্স রাখতে। কারণ তিনি রাস্তায় যেতে যেতে খাবারগুলো খেয়ে নেবেন।

দুবাইতে অনুষ্ঠিত হয়ে গেছে ভারতীয় দলের প্রথম দিনের অনুশীলন। আগামী ২০ তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে ভারত।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন