বাংলাদেশ

বরিশাল মেডিকেল কলেজ শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ গেটের সামনে কর্মসূচি পালন করেন তারা। কর্মসুচি চলাকালে শিক্ষার্থীরা কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ করার ঘোষণা দেন। পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।     

শিক্ষার্থীরা বলেনদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছেসেই সাথে স্বাস্থ্যসেবা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে

তারা আরও বলেন, কলেজের বিভিন্ন বিভাগে অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ শূন্য। বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে

এসব শিক্ষার্থী জানান, মেডিসিনমাইক্রোবায়োলজিপ্যাথলজিফিজিওলজিসিসিইউগ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। 

প্রশাসনের বারবার আশ্বাস সত্ত্বেও সংকট সমাধান হচ্ছে না। মেডিকেলের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এত শিক্ষক শূন্যপদ থাকা একেবারেই অগ্রহণযোগ্য

শিক্ষক সংকট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। আমরা ইতোমধ্যেই বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি।’

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা সতর্ক করেছেন যে সমস্যার দ্রুত সমাধান না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন