মৃত্যু গুজবের মাঝেই ট্রাইব্যুনালে হাজির আইনজীবী

শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে সমালোচিত হওয়া জ্যৈষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করে পোস্ট দিয়েছেন।
তবে মৃত্যুর গুজবের মধ্যেই মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আসামি পক্ষের শুনানি করতে ট্রাইব্যুনালে আসতে দেখা যায় জেড আই খান পান্নাকে।
অনলাইন ফ্যাক্টচেক সংস্থা ‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’ জানায়, এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে জেড আই খান পান্নার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো সংবাদ গণমাধ্যম এবং সুপ্রিম কোর্ট সূত্রে পাওয়া যায়নি৷ পরবর্তীতে এ বিষয়ে জানতে সুপ্রিম কোর্টের এডভোকেট মুহাম্মাদ রহমাতুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি রিউমার স্ক্যানারকে জানান, এটি গুজব ছিল।
আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এ সরকারকে নিয়ে বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন তিনি।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এ মামলা থেকে তাকে বাদ দিতে খিলগাঁও থানায় আবেদন করেছিলেন বাদী।
এমএ//