আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৌদি সংবাদমাধ্যমের নতুন তথ্য!

ইরানের হাতে সময় আছে মাত্র ৮ মাস। এর মধ্যে অস্তিত্ব রক্ষার কঠিন পরীক্ষা দিতে হবে দেশটিকে । পরীক্ষায় সফল না হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আয়াতুল্লাহ খামেনীর দেশটি। তেহরানকে এমনই অগ্নি পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। 

তেহরানের পরমাণু কর্মসূচি যেকোনো মুল্যে ঠেকাতে মরিয়া ওয়াশিংটন। বাস্তবায়নে মার্কিন মসনদে বসে সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছেন ট্রাম্প। আরোপ করেছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। উদ্দেশ্য- তেল বিক্রির অর্থ দিয়ে ইরান যেন কোনভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে।

আর মার্কিন এই নিষেধাজ্ঞার মধ্যেই ইরানকে নিয়ে নতুন খবর দিলো সৌদি পত্রিকা আল হাদাদ। পত্রিকাটি বলছে, আগামী অক্টোবরের মধ্যে তেহরান যদি পরমাণু কর্মসূচি বন্ধ না করে, তাহলে দেশটিতে সামরিক অভিযান চালাতে ইসরাইলকে অনুমতি দিবে যুক্তরাষ্ট্র।

ইউরোপের জেষ্ঠ্য এক কুটনীতিক সৌদি পত্রিকাটিতে জানিয়েছেন, অক্টোবরের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেস্টা চলছে। সেলক্ষ্যে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ইরানের সঙ্গে কথা বলছে ওয়াশিংটন। তেহরান রাজি না হলে সামরিক আক্রমণ হবে একমাত্র উপায়।   

আর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও শক্ত অবস্থানে। ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর থেকেই তা অনেকটা টের পাওয়া যাচ্ছিলো। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানান, ইরানকে থামানোর দুটি উপায় আছে। তা হলো- বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে।  

আর সৌদি পত্রিকা আল হাদাদ এমন সময় মার্কিন আল্টিমেটামের বিষয়টি সামনে আনলো, যখন ট্রাম্পের নয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করেছে। এসফরে রুবিও প্রথমেই যান মার্কিনীদের বিশ্বস্ত মিত্র ইসরাইলে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে পুরোটা সময় জুড়ে ছিলো ইরান প্রসঙ্গ। বৈঠক থেকে বেরিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী সাফ জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টের পেছনে একমাত্র দায়ী ইরান। আর এই অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যেকোনো পদক্ষেপের লক্ষ্যই হবে তেহরান। 

এদিকে ইসরাইল- যুক্তরাষ্ট্রের এসব হুমকি-হুঁশিয়ারির মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আন্তর্জাতিক সব ধরনের নিয়ম কানুন মেনেই তেহরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে। টা রক্ষা করার সামর্থ্য ইরানের আছে।  

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন