ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য যাকে দোষ দিলেন ট্রাম্প
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবে অনুষ্ঠিত হয় ‘শান্তি আলোচনা’। তবে আলোচনায় ছিলো না ইউক্রেনের কোনো প্রতিনিধি। আমন্ত্রণ না জানানোয় ক্ষুদ্ধ হয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শান্তি আলোচনায়’ ইউক্রেনকে আমন্ত্রণ না জানানো একটি বিস্ময়।’ দাবি জানান পরবর্তী যেকোনো বৈঠকে যেনো ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়।
তার এমন প্রতিক্রিয়ার অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের জন্য ইউক্রেনকেই দোষ দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইউক্রেনের উচিত ছিল যুদ্ধ বন্ধ করতে আগেই চুক্তি করে ফেলা।’
জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, ‘তোমার কখনো এটা শুরু করা উচিত ছিল না। তুমি একটি চুক্তি করতে পারতে।’
রাশিয়ার প্রশংসা করে তিনি বলেছেন, ‘তারা খুব ভালো। রাশিয়া কিছু করতে চায়। তারা পাশবিক বর্বরতা বন্ধ করতে চায়।’
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ''আমি শুনেছি, আলোচনায় ডাক না পেয়ে ইউক্রেন ক্ষুব্ধ। তিন বছর ধরে যুদ্ধ চলেছে। তারা আলোচনার জন্য এতখানি সময় পেয়েছে। তারা তো অনেক আগেই আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলতে পারতো।''
ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সারজেই ল্যাভরভ বলেন, তার দেশ শান্তি চুক্তির অধীনে ন্যাটোভুক্ত দেশগুলো থেকে শান্তিরক্ষী মোতায়েন গ্রহণ করবে না।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইউরোপের দেশগুলো যদি ইউক্রেনে শান্তিরক্ষী পাঠায় তাতে তার কোনো আপত্তি নেই।
উল্লেখ্য ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। এখন পর্যন্ত দেশটির পাঁচ ভাগের এক ভাগ অঞ্চল রাশিয়ার দখলে। এসব অঞ্চলের বেশির ভাগই ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে। গত তিন বছরে পশ্চিমা বিশ্ব অস্ত্র সরবরাহ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যত দূর সম্ভব ব্যবস্থা নিয়েছে।
ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, ২৪ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করবেন। একদিনে মধ্য করতে না পারলেও তিনি ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধের কার্যক্রম শুরু করে দিয়েছেন।
এমএ//