খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি

উদ্বোধনী দিনে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই

ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠলো! করাচিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পরে ব্যাটিং করতে চেয়েছেন, কারণ হিসেবে উল্লেখ করেছেন মাঠে থাকা ভেজা শিশির। যা রাতে বোলিংয়ে সমস্যা হতে পারে।

নিউজিল্যান্ডের শুরুটা মন্দ হয়নি। ওয়ানডে মেজাজেই ব্যাট করেছেন দুই ওপেনার উইল ইয়াং ও ডেভন কনওয়ে। দুই দলের সেরা একাদশ প্রমাণ করছে, প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করতে চায় তারা।

করাচি স্টেডিয়ামে পাকিস্তান দর্শকে মুখরিত হয়ে আছে। সময় গড়ালে দর্শক আরও বাড়বে। এরমধ্যে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ একাধিক ওভার করেছেন। স্পিনে হাত ঘুরিয়েছেন আবরার আহমেদ। তবে খুব ভালোভাবেই বলগুলো মোকাবিলা করছিলেন দুই ওপেনার। তবে আবরার আহমেদের ডেলিভারিতে কনওয়েকে ফিরতে হয়েছে ১০ রান করে। পরের ওভারে কেন উইলিয়ামসনকে বিদায় করেছেন নাসিম শাহ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৮.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ইয়াং ২৭ (৩০) রানে অপরাজিত, নতুন ব্যাটার হিসেবে মাঠে এসেছেন ড্যারিল মিচেল। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন