খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দিন সুখবর পেলেন গিল

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

বাবর আজমকে টপকে আইসিসি ওডিআই র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন শুবমান গিল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুবমান আইসিসির শীর্ষ স্থান দখল করেন। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে দারুণ পারফরম্যান্স করেন এই ব্যাটার।

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর মাহেন্দ্রক্ষণে এসে শুবমান এই সুখবর পেলেন। ভারতীয় দল আশা করে শুবমান এই পারফরম্যান্স চ্যাম্পিয়নস ট্রফিতেও ধরে রাখবে। ভারত কোচ গৌতম গম্ভীর সম্প্রতি জানিয়েছেন, সহ-অধিনায়কের দায়িত্ব দেয়ার পর শুবমানের ধারাবাহিকতা আরও বৃদ্ধি পেয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি করেছেন শুবমান। সবমিলিয়ে সংগ্রহ করেছেন ২৫৯ রান

শুবমানের বর্তমান রেটিং পয়েন্ট ৭৯৬, যেখানে বাবরের রেটিং পয়েন্ট ৭৭৬।

শুবমানসহ আরও ৩ ব্যাটার আছেন সেরা দশের তালিকায়; রোহিত শর্মা (৩), ভিরাট কোহলি (৬), শ্রেয়ার আইয়ার (৯)।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন