খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সামনে ৩০০ ছাড়ানো লক্ষ্যমাত্রা

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। করাচিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নিউজিল্যান্ড ব্যাটিংয়ের শুরুটা ধীরে শুরু করলেও নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। কিউইদের দুই ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন।

পাকিস্তানের পেস খুব দেখেশুনেই সামলে যাচ্ছিল ওপেনার উইল ইয়াং ও ডেভন কনওয়ে। অবশ্য কনওয়ে ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১০ (১৭) রানে আবরার আহমেদের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

পরের ওভারেই কেন উইলিয়ামসনকে বিদায় করেন নাসিম শাহ। দারুণ এক লেন্থ ডেলিভারিতে কট-বিহাইন্ড হয়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভস বন্দি হন এই ব্যাটার। মাত্র ২ বল খেলে ১ রান ছিল সম্বল।

তবে আরেক ওপেনার ইয়াং পিচের সাথে সখ্যতা গড়ে তোলেন। ইয়াংয়ের সঙ্গে মিচেল বেশিক্ষণ নিজেকে স্থায়ী করতে পারেননি। ২৪ বল খেলে ১০ রান নিয়েই হারিস রউফের ডেলিভারিতে ফিরেছেন তিনি।

নতুন ব্যাটার টম ল্যাথামকে নিয়ে এবার যাত্রা শুরু করেন ইয়াং। নিউজিল্যান্ড দলীয় শতক পায় ২৩তম ওভারে। দলের ১৫০ রান হয়েছে ৩১তম ওভারে। তখনো ক্রিজে আছেন ইয়াং ও ল্যাথাম।

এর কিছুক্ষণ বাদেই সেঞ্চুরির দেখা পান ইয়াং। ১০৭ বল খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইয়াং-ল্যাথাম মিলে ১০০ রানের জুটিও গড়ে তোলেন। অন্যদিকে ল্যাথামের ব্যাটে আসে হাফ-সেঞ্চুরি।

নাসিমের শিকার হয়ে ১১৩ বলে ১০৭ রান নিয়ে ক্যাচ আউটের শিকার হয়েছেন ইয়াং। দুজনের ১১৮ রানের জুটি ভেঙে যায়। নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন গ্লেন ফিলিপস। ইয়াং ফেরার পর ফিলিপসকে নিয়ে জুটি গড়ে তোলেন ল্যাথাম।

দুই ব্যাটার মিলে কিউইদের রান দুইশো ছাড়িয়ে নেয়। ল্যাথামের ব্যাটেও আসে সেঞ্চুরি, ৯৫ বল খেলে। এদিকে ফিলিপস দারুণ ব্যাট চালিয়ে খেলতে থাকেন। নিউজিল্যান্ডের রান ৩০০ ছাড়িয়ে যায়।

শেষ ওভারের চতুর্থ বলে ৩৯ বল খেলে ৬১ রান করে আউট হন ফিলিপস। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা। ল্যাথাম অপরাজিত ছিলেন ১০৩ বল খেলে ১১৫ রানে। অন্যপ্রান্তে কোনো রান না করে অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল।

পাকিস্তানের পক্ষে বল হাতে হারিস রউফ ও নাসিম শাহ ২ টি করে উইকেট নিয়েছেন। আবরার আহমেদ শিকার করেন ১ উইকেট। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন