ধুঁকছে পাকিস্তান, একপ্রান্ত আগলে আছেন বাবর
নিউজিল্যান্ডের দেয়া ৩২১ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্যাট করছে পাকিস্তান। এই লক্ষ্যমাত্রা পেরোতে যে ধরনের ব্যাটিং প্রয়োজন, তা এখনো দেখা যায়নি পাকিস্তানের কাছ থেকে।
এখন পর্যন্ত ৩১ ওভারের খেলা যখন চলছে, ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে পাকিস্তান।
করাচির মাঠে দলীয় শতক এসেছে ২৭.২ ওভারে। বাবর আজম ও আগা সালমান অবশ্য এখন অনেকটা রান তোলায় মনোযোগী হয়েছেন। বিশেষ করে ২৮তম ওভারে দুই বাউন্ডারি ও ২৯তম ওভারে আসা এক বাউন্ডারি ও এক ছক্কা- আগা সালমানের ব্যাট থেকেই এসেছেন। অপরপ্রান্তে আছেন বাবর।
লম্বা পথ পাড়ি দিতে গিয়ে পাকিস্তান প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারে। উইল ও রউরকের ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সৌদ শাকিল, ১৯ বল খেলে ৬ রানে। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১৪ বল খেলে ৩ রানে আউট হন। রউরকের করা শর্ট লেন্থের বল কাট করতে গিয়ে গ্লেন ফিলিপসসের ‘সুপারম্যান’ এক ক্যাচে পরিণত হন তিনি।
চোটে পড়া ফখর জামান এসে ৪ বাউন্ডারিতে ৪১ বলে ২৪ রান করে বিদায় নেন। ফখর ফিরলে সালমান ক্রিজে আসেন। ওপেনার বাবর মিলে দুজনের জুটি অর্ধশতক ছাড়িয়ে যায়। ৩১তম ওভারে গিয়ে নাথান স্মিথের বলে ক্যাচ তুলে দেন সালমান। তাকে ফিরতে হয় ২৮ বলে ৪২ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাবর নিজেও পেয়েছেন ফিফটির দেখা। তিনি অপরাজিত আছেন ৮২ বলে ৫১ রান।
জিততে এখনো ১৯.২ ওভারে প্রয়োজন হচ্ছে ১৯৪ রান।
এমএইচ//