খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম-উল-হক

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। ৬০ রানের এই হার পাকিস্তানকে দুশ্চিন্তায় ফেলেছে। এরমধ্যে আরেক দুশ্চিন্তা হয়ে ধরা দিল ফখর জামানের চোট।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখর জামান আর চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসর খেলতে পারবেন না।

করাচিতে, গতকাল (বুধবার) ম্যাচের দ্বিতীয় বলে বাউন্ডারি বাঁচাতে যান ফখর। পিঠের নিচের অংশে বেশ ভালোরকম আঘাত পান এই ব্যাটার। এরপর ফিল্ডিং করতে এলেও বেশ অস্বস্তি বোধ করতে থাকেন।

ব্যাট করতে গিয়ে চার নম্বরে নামেন ফখর। ফিরেছেন ৪১ বলে ২৪ রান করে। ব্যাটিংয়েও বেশ অসুবিধা দেখা যাচ্ছিল।

ফখরের বদলি হিসেবে বাঁহাতি ওপেনার ইমাম-উল-হককে দলে নিয়েছে পাকিস্তান।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন