খেলাধুলা

চাপমুক্ত ব্যাটিংয়ে দলীয় শতক ছাড়িয়ে ছুটছে ভারত

লক্ষ্যমাত্রা খুব বেশি নয়, মাত্র ২২৯ রান। এই রান পেরোতে দেখেশুনে খেলে যাচ্ছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ফিরলেও কোনো প্রভাব পড়েনি। তিনে নামা ভিরাট কোহলির সঙ্গে আছেন ওপেনিংয়ে নামা শুবমান গিল। ২০ ওভারে ১০০ রানে পা দিয়ে ছুটে চলেছে ভারতীয় দল।

কোহলি এরমধ্যে নিজেকে থিতু করে নিয়েছেন, খেলেছেন ৩০+ বল। ওদিকে গিল ছুটছেন ফিফটির দিকে। গিল ৫৫ বল খেলে ৪৩ রানে অপরাজিত আছেন। কোহলি ৩৩ বল খেলে ১৭ রানে অপরাজিত আছেন। 

এর আগে, ১১ হাজার ওডিআই রান করে রেকর্ড গড়েছেন রোহিত। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই রেকর্ডে পা দিয়েছেন তিনি। মোট ২৬১ ইনিংস লেগেছে তার। অন্যদিকে এই তালিকায় শীর্ষে থাকা কোহলির লেগেছে ২২২ ইনিংস। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন