হৃদয়ের প্রশংসায় রমিজ রাজা, বললেন 'অমূল্য সম্পদ'

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে খাদের কিনারা থেকে দলের মান বাঁচিয়েছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। জাকের ৬৮ রানে থামলেও, হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি এসেছে। দুজনে মিলে গড়ে তোলেন ১৫৪ রানে অনবদ্য এক জুটি।
বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে আউট হন হৃদয়। তার ব্যাটে আসে ১১৮ বলে ১০০ রানের ইনিংস। এটি হৃদয়ের প্রথম আন্তর্জাতিক শতক। হৃদয়কে নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেছেন, হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’ এ বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, মনে হচ্ছিল এক’শো রানও হয়তো করতে পারবে না। কিন্তু সেখান থেকে ইনিংস টেনে নেয়াটা! জাকেরের পারফরম্যান্সও অসাধারণ ছিল। দুজনে মিলে দারুণ এক জুটি গড়েছেন। তবে ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে দলকে উদ্ধার করা, তারপর সেঞ্চুরি করা দুর্দান্ত এক ব্যাপার।‘
রমিজ বলেন, ‘হৃদয় নির্ভরযোগ্য খেলোয়াড়। সে যদি নিজেকে সময় দেয়, তবে ধারাবাহিকভাবে এমন বড় ইনিংস খেলতে পারবে। হৃদয়ের মাঝে দারুণ সম্ভাবনা আছে।‘
হৃদয়কে নিয়ে ব্যাখ্যা করেন রমিজ, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে, রানিং বিটুইইন দ্য উইকেট খুব ভালো। প্রাণশক্তিও অনেক বেশি। মিডলঅর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে। যেদিন সে খেলে এমন দুর্দান্ত খেলতে পারে। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে।‘
হৃদয় ভারতের মতো দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, যা বিশাল এক ব্যাপার হিসেবে দেখছেন রমিজ রাজা।
এমএইচ//