রংপুরে ভুট্টাখেতে নারীর অর্ধপোড়া লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি ভুট্টাখেতে থেকে মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাতনামা এক নারীর হাত বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট বালাপাড়া গ্রামের পাশের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, লাশের মাথাসহ পুরো মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসানো ছিল। চেহারা বিকৃত হওয়ায় এই মুহুর্তে লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি।’
লাশের বাঁ হাতটি শিয়াল ছিঁড়ে নিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, ধারণা করা হচ্ছে কেরোসিন ঢেলে আগুনে কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে লাশের মাথাসহ মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারের সময় লাশের পরনে লাল রঙের পোশাক ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে বালাপাড়া গ্রামের এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে ভুট্টাখেতের ভেতরে একটি নারীর লাশ দেখতে পান। পরে এলাকাবাসীরা থানায় খবর দেন এবং পুলিশকে জানানো হয়।
এমএ//