মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে রেফারি

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে রাউন্ড ওয়ানের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি। এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচ শেষে এক ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে।
ইএসপিএন শুরুতে জানায়, মেসির কাছে জার্সি চেয়েছিলেন এই ম্যাচের রেফারি মার্কো আন্তনিও। পরে এই ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট জানায়, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি আন্তনিও।
এই ঘটনায় কনক্যাকাফ অফিশিয়ালদের আচরণবিধি ভাঙার দায়ে পড়েছেন আন্তনিও, দেয়া হয়েছে শাস্তিও।
কনক্যাকাফের এক মুখপাত্র বিবৃতিতে জানায়, 'ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির মধ্যে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গতকালের ম্যাচ শেষে রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা ও লিওনেল মেসির মধ্যে যোগাযোগের বিষয়ে অবগত আছে কনক্যাকাফ। তদন্তের পর কনক্যাকাফ জানতে পেরেছে, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য মেসির কাছে অটোগ্রাফ চান রেফারি।'
'এমন অনুরোধের ক্ষেত্রে যে প্রক্রিয়া এবং ম্যাচ অফিশিয়ালদের জন্য কনফেডারেশনসের যে আচরণবিধি, তার সঙ্গে রেফারির আচরণ সংগতিপূর্ণ হয়নি। রেফারি ভুল স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনক্যাকাফের শাস্তি মেনে নিয়েছেন।'
এমএইচ//