দেশজুড়ে

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহি বাসে ডাকাতি ও নারীদের শ্লীলনতাহানির ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের মুহিত, শরিয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শনিবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গেলো সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রী শ্লীলতাহানির ঘটনা ঘটলে বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চান যাত্রীরা। বাস যাত্রীদের হাতে আটক বাস চালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। পরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী ওমর আলী। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন