খেলাধুলা

ভারত-বাংলাদেশ ম্যাচে 'পাকিস্তান' ছিল না, পিসিবির প্রশ্ন

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার ভারত-বাংলাদেশ ম্যাচের সম্প্রচার মাধ্যমে দেখা যায়নি পাকিস্তানের নাম। তবে নিয়ম হচ্ছে ব্রডকাস্টাররা ইভেন্টের নাম, আয়োজকদের নামসহ সম্প্রচার করবে। আগের ম্যাচগুলোতে তাই হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারত ও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলে। ম্যাচটিতে পরাজিত হয় বাংলাদেশ। এই ম্যাচে আয়োজক পাকিস্তানের নাম দেখায়নি ব্রডকাস্টাররা। যা নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই ম্যাচ বাদে আগের ম্যাচগুলোতে পাকিস্তানের নাম বাম কর্নারে রেখে সম্প্রচার করা হয়েছে। দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ ম্যাচে সম্প্রচার মাধ্যমে পাকিস্তানের নাম না থাকা নিয়ে বেশ ক্ষুব্ধই হয়েছে পিসিবি।

জানা যায়, আইসিসি অনানুষ্ঠিনকভাবে পিসিবিকে একটি উত্তর দিয়েছে। তারা জানিয়েছে, এটা শুরুর দিকের যান্ত্রিক ত্রুটি। তবে পিসিবি এই উত্তরে তেমন সন্তুষ্ট নয়। আইসিসি জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন