আউটসোর্সিং কর্মীদের সরাতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চাকরি স্থায়ীকরণের দাবিতে দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করেম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা। আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৮ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিএমপি রমনা জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।
এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। প্রয়োজনে আজ তারা জীবন দেবে, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরবে না।
এরপরে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
রমনা জোনের ডিসি জানান, সকালে আন্দোলনকারীরা শহিদ মিনারে অবস্থান নেয়। এরপরে দুপুরের দিকে হঠাৎ করে তারা প্রেসক্লাবের দিকে এসে রাস্তা অবরোধ করে। এসময় পুলিশ তাদের দফায় সফায় সরে যাওয়ার অনুরোধ করলেও তারা নিজেদের অবস্থানে অনঢ় ছিলেন।
পরে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আক্রমণাত্মক আচরণ করায় তাদের আটক করা হয়েছে।
বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
আই/এ