প্রবাস

আমিরাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত ছবি: বায়ান্ন টিভি

সংযুক্ত আরব আমিরাতে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকালে আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে  জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারের অস্থায়ী বেদিতে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া আমিরাতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় তিনি প্রবাসীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। পরে মহান ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৯৭১ সালের ২৪ জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন