খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাবে কোহলি: হরভজন সিং

'আগামীকাল ভিরাট কোহলি সেঞ্চুরি করলে 'ভাংরা নৃত্য' করবেন হরভজন সিং'

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচে ভিরাট কোহলি সেঞ্চুরি করবেন বলে ভবিষ্যদ্বাণী দিয়েছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।

কোহলি যদি সেঞ্চুরি করতে পারেন, হাভজন ‘ভাংরা নৃত্য’ দেবেন বলেও জানিয়েছেন। ভাংরা হচ্ছে ভারতের পাঞ্জাব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে কথা বলেন হরভজন। তিনি বলেন, ‘আমি একটি বড় ভবিষ্যদ্বাণী করতে যাচ্ছি। সেটা হচ্ছে, কোহলি যদি পাকিস্তানের সঙ্গে ১০০ করে, কেমন হয়? হ্যাঁ, তার শেষ ৪ মাস যেমনই যাক না কেনো, লোকে মনে রাখবে যদি সে আগামীকাল শতক হাঁকাতে পারে।‘

‘কাম অন চিকু! পুরো জাতি তোমার পেছনে আছে। আমি আশা করি কাল তুমি ১০০ করবে এবং আমি ম্যাচের পর ভাংরা করতে পারব।‘

কোহলি অবশ্য সম্প্রতি খুব ভালো ফর্মে নেই। তিনি সবশেষ ৬ ম্যাচে মাত্র একটি ফিফটি করেছেন। বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ডেলিভারিতে ২২ (৩৮) রানেই বিদায় নেন।

আগামীকাল, বাংলাদেশ সময় বিকেল ৩ টায় দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন