দেশজুড়ে

পাটখড়ির গুদামে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি।

পটুয়াখালীর গলাচিপায় পাটখড়ির গুদামে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার পাটখড়ি ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের গলাচিপা ও দশমিনা ফায়ার স্টেশনের ৩ ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রনে আনে।

শনিবার (২২ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে আটটায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটখালী গ্রামের তেতুলতলা বাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডটি ঘটে। ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার কামরুল ইসলাম বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, আটখালী  গ্রামের পাটখড়ি ব্যবসায়ী কুদ্দুস হাং (৪৫) দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় প্রতিবেশি সুরাইয়া বেগম, পাটখড়ির গুদাম ঘরে আগুন দেখতে পায় । স্থানীয় লোকজনের  চিৎকারে ওই গুদামের পাশে থাকা মালিকের পরিবারের সদস্যদের ঘুম ভাঙ্গে। পরে তারা ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।

আগুনের কারণ সম্পর্কে  সাব স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান,  তাদের ধারনা বিদ্যুৎতের লাইন থেকে আগুন লাগতে পারে। স্থানীয় জনতা যে যেভাবে পেরেছে আগুন নেভানোর কাজে সহায়তা করছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, তার গুদাম ঘরে অর্ধ কোটি টাকার পাটখড়ি ছিল । অধিকাংশ পাটখড়ি  পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেনতবে কি পরিমান ক্ষতি হয়েছে এ মুহুর্তে বলা যাচ্ছে না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন