আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা সংকটজনক, বিশ্বব্যাপী প্রার্থনার আহ্বান

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ক্যাথলিক ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। যার কারণে তাকে উচ্চমাত্রার অক্সিজেনের সহায়তা দেওয়া হচ্ছে।

বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ৮৮ বছর বয়সী পোপ হাঁপানি, নিউমোনিয়াসহ বেশ কয়েকটি জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। প্লাটিলেট কমে যাওয়ার কারণে তাকে প্রতিনিয়ত রক্ত দিতে হচ্ছে, তবে শারীরিক দুর্বলতার মাঝেও তিনি স্বল্প সময়ের জন্য চেয়ারেও বসতে পারছেন। ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, "পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক তবে পোপ বিপদমুক্ত নন।"

গত ১৪ ফেব্রুয়ারি নিউমোনিয়া ও শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে তিনি ইতালির রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল সংক্রমণ পাওয়া গেছে, যা সেপসিসের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

জেমেলি হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি বলেন, ‘পোপ ফ্রান্সিসের সবচেয়ে বড় ঝুঁকি হলো সেপসিস হওয়ার সম্ভাবনা, যা অঙ্গ বিকল করতে পারে এবং মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।’ তবে শুক্রবার পর্যন্ত তার শরীরে সেপসিসের কোনো লক্ষণ দেখা যায়নি এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায় তার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছে। চিকিৎসকরা তার অবস্থার প্রতি নিবিড় নজরদারি রাখছেন এবং ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি হিসেবে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ নির্বাচিত হন। তিনি এক হাজার বছরের মধ্যে প্রথম ব্যক্তি, যিনি ইউরোপের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন।

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন