জাতীয়

অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ ’ নির্দেশ

পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন— "নো ট্রিটমেন্ট, নো রিলিজ"। এ সংক্রান্ত প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, 'আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন, 'নো ট্রিটমেন্ট, নো রিলিজ'। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোন চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেয়া হয়েছিল।'

মো. তাজুল ইসলাম জানান, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি সেখানকার চিকিৎসকরাও শেখ হাসিনার দেয়া নির্দেশনার বিষয়ে তাদের জানিয়েছেন। 

তিনি আরও বলেন, ‘এর তথ্য-প্রমাণ আমাদের হাতে রয়েছে, যা আমরা আজ আদালতে উপস্থাপন করেছি।’

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন