বিনোদন

আজ থেকে মেহজাবিনের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার সকাল ১০টায় মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠানে সেজেছেন কনে মেহজাবীন। একই ভেন্যুতে সোমবার হবে বিয়ের আনুষ্ঠানিকতা।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ে বাড়ির জমজমাট আনন্দ।

জানা গেছে, নিমন্ত্রিত অতিথিদের বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে। তোলা যাবে না ছবি,করা যাবে না ভিডিও।অতিথিরা কনের গায়ে হলুদ ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন এবং খাওয়া দাওয়া ও আড্ডায় মেতে উঠবেন।

প্রসঙ্গত, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এ উৎসবে প্রদর্শনের জন্য মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আসছে ১৭ ও ২২ মার্চ এটি প্রদর্শিত হবে।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন