অপরাধ

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই

ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় মো. আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে বাসার সামনে গুলি ও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় রাত ১০ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, আনোয়ার দোকান থেকে বাসায় ফেরার সময় বাসার সামনেই তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে ও তাকে লক্ষ্য করে গুলি চালায় ও ছুরিকাঘাত করে। এতে তার শরীরে চারটি গুলি লাগে এবং ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।’

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পুলিশের কাছে অভিযোগ দিয়েছে ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। আনোয়ারের শরীরে চারটি গুলি লেগেছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন