জার্মানির ‘দেশ স্কুলে’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ো্জন করা হয়।
ফ্রাঙ্কফুর্ট শহরে আয়োজিত এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন দেশ সাংস্কৃতিক গোষ্ঠী ও দেশ স্কুল।
দেশ স্কুলের প্রাঙ্গণে তৈরি অস্থায়ী শহীদ মিনারে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং জার্মানির বিভিন্ন শহর থেকে আগত অতিথিরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শহীদ দিবসের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃতি ও সাংস্কৃতিক সন্ধ্যা। সুপ্রভা ও শিশির আদ্র মামুনের উপস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য তুলে ধরা হয়।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি শিশুরা কবিতা আবৃতির মাধ্যমে দর্শক-শ্রোতাদের স্বদেশপ্রেমে উজ্জীবিত করে
সাংস্কৃতিক সন্ধ্যার আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জার্মানপ্রবাসী বাংলাদেশিরা মহান শহীদ দিবস নিয়ে তাদের মনোভাব তুলে ধরেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের এই আয়োজন নিয়ে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে মিঠু কবীর সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষে মিঠু কবির সকলকে ধন্যবাদ জানিয়ে আসছে ৩১ মে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বৈশাখী আড্ডা’ এবং ২১ জুন সুইজারল্যান্ডের রাইনফলে ‘বনভোজন’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
এমআর//