ইলন মাস্কের আইনজীবীর পারিশ্রমিক ঘণ্টায় ৩ লাখ টাকা

নিউইয়র্কের ম্যানহাটানের অন্যতম দামি আইনজীবী অ্যালেক্স স্পিরো। টেসলার সিইও ইলন মাস্ক ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসসহ হাই-প্রোফাইল ব্যক্তিদের আইনজীবী হিসেবে তিনি পরিচিত।
স্পিরো ঘণ্টায় ৩ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক নেন, যা টাকার অঙ্কে ৩ লাখ ৬৩ হাজারের বেশি। ম্যানহাটানের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া আইনজীবীদের মধ্যে তিনি একজন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালেক্স স্পিরো আন্তর্জাতিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান’-এ কাজ করেন। প্রতিষ্ঠানটির সদর দপ্তর লস অ্যাঞ্জেলেসে। দেশে-বিদেশে তাদের ৩৫টি শাখা রয়েছে, যেখানে প্রায় ১ হাজার আইনজীবী কাজ করেন।
সম্প্রতি প্রতিষ্ঠানটি আদালতে তাদের আইনজীবীদের নতুন পারিশ্রমিক তালিকা প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া দুই আইনজীবী হলেন অ্যালেক্স স্পিরো ও উইলিয়াম বার্ক। বার্ক প্রতিষ্ঠানটির বৈশ্বিক সহব্যবস্থাপনা অংশীদার এবং ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক আইনজীবী।
যদিও প্রতিষ্ঠানটি তাদের আইনজীবীদের পারিশ্রমিক তালিকা প্রকাশ করেছে, তবে নির্দিষ্ট মক্কেলের ক্ষেত্রে পারিশ্রমিকে ছাড় দেয়া হয়। ফলে স্পিরো বা বার্কের প্রকৃত পারিশ্রমিক কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে অভিজ্ঞ আইনজীবীদের পারিশ্রমিক দ্রুত বেড়েছে। শীর্ষ আইনজীবীরা সাধারণত ঘণ্টায় ২ হাজার বা তার বেশি ডলার পারিশ্রমিক নেন।
স্পিরো ইলন মাস্কের হয়ে একাধিক মামলায় লড়েছেন। বর্তমানে তিনি নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের হয়ে আদালতে লড়ছেন। অ্যাডামসের বিরুদ্ধে তুরস্কের কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
স্পিরোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স, তবে তিনি কোনো মন্তব্য করেননি।
এসি//