দ্বিতীয় পর্যায়ে চার শর্ত দিলো ইসরাইল; যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরুর আগেই নতুন চার শর্ত দিয়েছে ইসরাইল। শর্ত চারটি পূরণ না হলে প্রস্তাবিত দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে। এমন ঘোষণা দিয়েছেন ইসরাইলের জ্বালানিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার ইসরাইলি টিভি চ্যানেল কান-কে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ‘যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ৪টি শর্ত রয়েছে। শর্তগুলো হলো গেলো ৭ অক্টোবর এবং তার আগে যেসব ইসরাইলিকে গাজায় বন্দি করা হয়েছিল— তাদের সবাইকে মুক্তি দিতে হবে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা এলাকায় ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে।
এদিকে, চুক্তি অনুযায়ি ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় বসবে না হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইমের এমন ঘোষণা দিলেও ইসরায়েলের পক্ষ থেকে বন্দিদের মুক্তির ব্যাপারে এখনো স্পষ্ট ঘোষণা আসেনি। বরং গাজা থেকে হামাসকে বিদায় নেওয়াসহ নতুন চারটি শর্ত আরোপ করেছে। এমতাবস্থায় গাজায় যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম অলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে তৈরি অচলাবস্থার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুষছে হামাস। সংগঠনটির এক কর্মকর্তা বলেন, ‘যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে, তাদের নিশ্চিত হতে হবে যে আগের পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ ৬২০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।’
এমআর//